আমাদের সম্পর্কে

কাজেই আমাদের পরিচয়

আমরা দক্ষ ও দুরন্ত

সময়ের সাথে তাল মিলিয়ে কাজের গতি ও কোয়ালিটি বৃদ্ধির জন্য আমরা দক্ষ ও দুরন্ত জনবল নিয়ে গ্রাহকের চাহিদা অনুযায়ী আধুনিক ও মার্জিত পোশাক তৈরী করে থাকি। গ্রাহকের অর্ডার গ্রহণ, পোশাক তৈরী সম্পন্ন হওয়ার পরে sms করে জানানো, পুরানো অর্ডার থেকে নতুন অর্ডার প্রভৃতি কাজ সফটওয়্যারের মাধ্যমে অত্যান্ত নিঁখুতভাবে সম্পন্ন করা হয়।

আমরা বিশ্বমানের

আমাদের তৈরী পোশাক দেশের গন্ডি পেরিয়ে ছড়িয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে। ইতিমধ্যে দুবাই সৌদি-আরব সহ বিভিন্ন দেশে আমাদের তৈরী পোশাক রপ্তানী করতে সক্ষম হয়েছি। পোশাক তৈরী শেষে পোশাকের কোয়ালিটি সুচারুভাবে চেক করা হয়।

আমাদের লক্ষ্য

গ্রাহকের পছন্দ অনুযায়ী রুচিশীল,আরামদায়ক পোশাক তৈরী করে মন জয় করাই আমাদের প্রথম লক্ষ্য। মাদ্রাসা, স্কুল প্রভৃতি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য আমরা প্রয়োজনে বিশেষ ছাড় দিয়ে সমাজ তথা দেশ ও জাতির সেবায় নিয়োজিত আছি।

সাপ্তাহিক বন্ধ: বৃহঃবার

মার্কেট খোলা: শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার (সকাল ১০.০০ - রাত ৮.০০)

সেবা সমূহ

আমাদের সেবাগুলো আপনার জীবনধারাকে সহজ করার লক্ষ্যে

ব্যক্তিগত অর্ডার গ্রহন

আমাদের দোকানে বা গ্রাহকের বাসায় গিয়ে আমরা অর্ডার গ্রহণ করি। অনলাইন ভিত্তিক সফটওয়্যার ব্যবহার করে অর্ডার ম্যানেজ করায় আমাদের কাজের মান ও গতি সুন্দর ও দ্রুততার সাথে করতে পারি।

প্রাতিষ্ঠানিক অর্ডার গ্রহন

কোন শিক্ষা বা বানিজ্যিক প্রতিষ্ঠানের ড্রেসকোড অনুসারে অর্ডার গ্রহন করে থাকি। প্রয়োজনে প্রতিষ্ঠানে গিয়ে পৃথক পৃথক মাপ সংগ্রহ করে পোশাক তৈরী শেষে পৌছে দিয়ে আসি।

বিদেশে রপ্তানি

বাংলাদেশ থেকে যে সকল দেশে পোশাক রপ্তানি সম্ভব, গ্রাহকের চাহিদা অনুযায়ী শর্তসাপেক্ষে আমরা পোশাক তৈরী করে সে সকল দেশে রপ্তানি করে থাকি।

যোগাযোগ

যেকোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।

আপনার যদি কোন প্রশ্ন থাকে অনুগ্রহ করে আমাদের লিখুন -

* উত্তরটি লিখুন, 2 + 3 :
Loading
আপনার মেসেজটি সংরক্ষণ করা হয়েছে, ধন্যবাদ !
Address: গলি নং - 4, দোকান নং: 49/A, সাত মসজিদ সুপার মার্কেট, মোহাম্মদপুর, ঢাকা - 1207।
Mobile: +88 01926604127.
WhatsApp: +88 01926604127.
Email: info@mtfashionbd.com